One Plus 9 Lite এ থাকছে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর

বরাবরের মতোই আগামী বছরের প্রথম কোয়ার্টারেই নিজেদের পরবর্তী স্মার্টফোন লাইনআপ OnePlus 9 সিরিজ বাজারে আনবে ওয়ানপ্লাস। বলা হচ্ছিলো ২০২১ সালের মার্চে OnePlus 9 ও OnePlus 9 Pro লঞ্চ করবে ওয়ানপ্লাস,

তবে এবার শোনা যাচ্ছে এই সিরিজ যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন স্মার্টফোন। গুঞ্জন উঠেছে, আগামী বছর একই সাথে OnePlus 9 সিরিজের তৃতীয় সংযোজন OnePlus 9 Lite লঞ্চ করার পরিকল্পনা করছে কোম্পানি। অনেকেই বলছে এই ফোনটির নাম OnePlus 9 Lite অথবা OnePlus 9E।

কোম্পানিটির ভেতরকার এক মাধ্যম দিয়ে প্রকাশিত হওয়া এক প্রতিবেদন থেকে জানা গেছে, OnePlus 9 Lite ডিভাইজটি মূলত একটি হ্যান্ড-মি-ডাউন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এর রিউমার অনুযায়ী, এই ফোনটির আউটলুক অনেকটাই OnePlus 8T এর মতো হবে।

এছাড়াও বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে, ফোনটিতে কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট প্রসেসর হিসেবে থাকবে। এছাড়াও ফোনটিতে থাকবে ৯০ কিংবা ১২০ হার্জ রিফ্রেশ রেট সমর্থিত অ্যামোলেড ডিসপ্লে।

এছাড়া OnePlus 9 Lite-এ আরও থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার ডিজাইন পুরোপুরি OnePlus 8T এর মতোই হবে বলা ধারণা করা হচ্ছে।

যেখানে ৪৮ মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর, ১৬ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর দেওয়া হতে পারে।

লাইট ভার্সন হলেও এতে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সমর্থন থাকতে পারে। ইন্টার্নাল সোর্স থেকে জানা যায়, OnePlus 9 Lite এর দাম হতে পারে ৬০০ ডলারের কাছাকাছি।

অ্যান্ড্রয়েড সেন্ট্রালের রিপোর্ট অনুসারে, প্রাইজ কাটিংয়ের জন্য এই ফোনটিতে প্লাস্টিকের ব্যাক ব্যবহার করবে ওয়ানপ্লাস।

তাছাড়া অফিশিয়াল আইপি রেটিং কিংবা ওয়্যারলেস চার্জিংয়ের মতো প্রিমিয়াম ফিচারগুলোও মিসিং থাকবে ওয়ানপ্লাসের আপকামিং এই হ্যান্ড-মি-ডাউন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে।

বলা হচ্ছে আগামী বছর এই ফোনটি সরাসরি শাওমি, রিয়েলমি এবং স্যামসাংয়ের প্রিমিয়াম স্মার্টফোনগুলোর সাথে প্রতিদ্দ্বন্ধিতা করবে।

Leave a Comment